কাউখালীতে গাঁজা সেবনের দায়ে সাজা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে গাঁজা সেবনের দায়ে সাজা
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০২৩


কাউখালীতে গাঁজা সেবনের দায়ে সাজা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে মাহিম (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। দন্ডপ্রাপ্ত মাহিম উপজেলার বেকুটিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
শিয়ালকাঠী ইউনিয়নের শংকরপুর বাজার এলাকায় সোমবার (২৪এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন মেহের নিগার সুলতানা। এর আগে কাউখালীথানার পুলিশ শংকরপুর গ্রাম থেকে গাজাঁ সেবন করার সময় গাঁজাসহ তাকে আটক করে রাতে ভ্রাম্যমান আদলতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত হৃদয় মাহিম অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা প্রদান করেন। পরে তাকে পিরোজপুর। জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৭:২৭ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ