মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা(রঃ) মাজারে মাহফিল শুরু আজ

প্রথম পাতা » ইসলামী জীবন » মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা(রঃ) মাজারে মাহফিল শুরু আজ
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
দক্ষিনাঞ্চলের সুফি সাধক পটুয়াখালীর মির্জাগঞ্জের হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) মাজার শরীফে দুইদিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। শ্রীমন্ত নদীর পূর্ব তীরে অনুষ্ঠিত মাহফিলে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসুল্লীরা আসতে শুরু করেছেন। মাহফিলে প্রথম বারের মতো আগত ধর্মপ্রান মুসুল্লীসহ সকলের গতিবিধি লক্ষ্য রাখার জন্য মাহফিলের গুরুত্বপূর্ন পয়েন্টে ১৮টি সিসি ক্যামেরা স্থাপন,আইন শৃংখলা রক্ষার্থে একটি পুলিশ কন্ট্রোলরুম ও অসুস্থ্য মুসুল্লীদের জন্য চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা এবং একটি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। মাহফিল সুষ্ঠু ভাবে সফল করার লক্ষে এখানে অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। দুইদিন ব্যাপী মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার ও হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব (রাঃ) ওয়াক্ফ এস্টেটের সভাপতি আবদুল্লাহ আল জাকীর সভাপতিত্বে তাফসির ও ওয়াজ নসিহত করবেন হাফিজ মাওলানা অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম বারাকাতী,হযরত মাওলানা হাফেজ মোঃ ইসমাইল বিন ইব্রাহিম,আলহাজ্ব হযরত মাওলানা আনছারুল্লাহ আসসারী,ডাঃ মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী, আলহাজ্ব হযরত মাওলানা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজী(নও-মুসলিম) ও আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরীসহ বিভিন্ন ওলামায়ে কেরামগন। এছাড়াও মাহফিলের শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা প্রশাসক ও পটুয়াখালী জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব (রাঃ) ওয়াক্ফ এস্টেটের সভাপতি আবদুল্লাহ আল জাকী বলেন,মাহফিলের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। এখানে দূর-দূরান্ত থেকে ধর্মপ্রান মুসুল্লীরা এসে পৌছেছেন। শ্রীমন্ত নদীর পূর্ব তীরবর্তী মাহফিলে লাখো মুসুল্লীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। মাহফিল সুষ্ঠু ভাবে সফল করার লক্ষে সিসি ক্যামেরার আওতায় আনা এবং সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪১:৪৪ ● ৯৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ