বেতাগীতে ব্রীজের মালামাল চুরির দায়ে ছাত্রলীগ সভাপতিসহ আটক-২

প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ব্রীজের মালামাল চুরির দায়ে ছাত্রলীগ সভাপতিসহ আটক-২
শুক্রবার ● ১৪ এপ্রিল ২০২৩


বেতাগীতে ব্রীজের মালামাল চুরির দায়ে ছাত্রলীগ সভাপতিসহ আটক-২

বেতাগী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বেতাগীতে পুরনো সরকারি ব্রীজের মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা সহ ভাঙ্গারি ব্যবসায়ী মতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মোকামিয়া বাজার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা সহ ভাঙ্গারি ব্যবসায়ী মতিয়ার রহমানকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের পুরনো একটি ব্রীজের মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ এ অভিযোগ করেন। মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ জানান, বুধবার সকালে মোকামিয়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গির মুন্সি আমাকে জানায় বাজারের পুরনো একটি ব্রীজের ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছে কিনা তা আমি জানিনা।
শাওনের বাবা ও মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মৃধা বলেন, মোকামিয়ার এক বাড়ি থেকে কিছুদিন আগে ১০০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল গাজীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। চেয়ারম্যান এজন্য আমাকে দায়ি করে আসছে। মূলত রাজনৈতিক এই বিরোধের জন্যই সে নিজেই মালামাল সরিয়ে ব্যাক্তগত কাজে লাগিয়ে চুরির মিথ্যা ঘটনা সাজিয়ে পুলিশ দিয়ে আমার ছেলেকে আটক করিয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মারুফ বলেন এ ঘটনাটিই আসলে উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্রমুলক।

এমকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৩ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ