পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন
শুক্রবার ● ১৪ এপ্রিল ২০২৩


পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদ্যাপিত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বর্ষবরণ উপলক্ষে বিশ্ব¦বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত‘র নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বর্ষপালন অনুষ্ঠানটি একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান যেখানে ধর্ম, বর্ণ, উচু নীচু সব ধরনের মানুষ অংশগ্রহণ করতে পারে। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারসহ  সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ও সৃজনী বিদ্যানিকেতনের কচিকাচা ছাত্র-ছাত্রীরা।
অনুরূপ ভাবে দুমকি উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করেছে।

এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৪ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ