কুয়াকাটায় ওয়ারিশি সম্পত্তিতে বাঁধা প্রদানের অভিযোগ!

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ওয়ারিশি সম্পত্তিতে বাঁধা প্রদানের অভিযোগ!
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩


কুয়াকাটায় ওয়ারিশি সম্পত্তিতে বাঁধা প্রদানের অভিযোগ!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর মহিপুরে মায়ের সম্পত্তি ভোগ দখলে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে মহিপুর থানার লতাচাপালী ইউনিয়নের গঙ্গামতী গ্রামের ৯নম্বর ওয়ার্ডের নতুনপাড়া গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন ফকির একাধিকবার ইউনিয়ন পরিষদে গেলেও প্রতিপক্ষরা তাদেরকে পরোয়া করে না।
আনোয়ার হোসেন ফকির জানান, আমার মায়ের পৈত্রিক সম্পত্তি আমার বাড়ির পাশে। আমি দীর্ঘদিন পর্যন্ত ভোগ দখল করি। আমাদের একই এলাকার সালাম ফকির, সোহাগ ফকির, কামরুল ফকির, রুস্তুম ফকিরসহ আরো অনেকে একজোটবদ্ধ হয়ে গায়ের জোরে আমার মায়ের পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করছে। ৮ এপ্রিল সকাল অনুমান ৯টার দিকে জোর পূর্বক আমাদের জমিতে এসে হুমকি ও প্রান নাশের ভয় দেখায়। আমি লতাচাপালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার কাছে লিখিত অভিযোগ দিলে তিনি স্থানীয়ভাবে দু’পক্ষকে ডেকে সালিশীর ব্যবস্থা করেন। প্রতিপক্ষরা সালিশী বৈঠকে এসে চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমাদেরকে অকথ্য ভাষায় গালি দেয়। পরে আনোয়ার হোসেন ফকির মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার ফকিরের মা আম্বিয়া বেগম (৮০) বলেন, এই সম্পত্তির মালিক আমার বাবা। আমি পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ থাকলেও আমার আত্মীয় স্বজনরা আমাকে ঠকিয়ে জোর পূর্বক দখল করে খায়। এ বিষয়ে লতাচাপালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি সালিশীর ব্যবস্থা করি। কিন্তু মো. রুস্তুম প্যাদা, সালাম ফকির ও সোহাগ ফকিরকে মানানো যায় না। তারা সালিশীও মানে না। এ বিষয়ে প্রতিপক্ষ সালাম ফকির ও সোহাগ ফকির বলেন, উভয়ে আমরা আত্মীয়। ওরা আমাদেরকে গালিগালাজ করায় আমরাও থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের বলেন, দু’পক্ষের অভিযোগ পেয়েছি। আগামীকাল সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:৪০ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ