গোপালগঞ্জে খামারের ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে খামারের ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০২৩


গোপালগঞ্জে খামারের ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে মৎস্য ও বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেছে। খামারটিকে রক্ষা করার জন্য উদ্ধর্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন এই খামার কর্মচারীরা।
অভিযোগে উল্লেখ করেন, উক্ত খামারের ব্যবস্থাপক গোপনে মাছ বিক্রি করে এবং টেন্ডার বিহীন খামারের ভিতরে কয়েকটি ফলজ গাছ কেটে বিক্রি করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। যার কারনে খামার পুকুর পাড়ের ক্ষতি হয়েছে। খামারের ব্যবস্থাপক প্রায়ই গোপনে সরকারের নির্ধারিত দামে চেয়ে বেশি দামে মছের পোনা বিক্রি করে বলে অভিযোগ করে তারা। গোপালগঞ্জ মৎস ও বীজ উৎপাদন খামারের দুর্নীতিবাজ এ কর্মকর্তাকে আইনের আওতায় এনে সরকারের রাজস্ব ক্ষতি সাধন থেকে রক্ষা করার আবেদন জানান খামার কর্মচারী ও গোপালগঞ্জবাসী।
এ ব্যাপারে খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৮৩১…৬৬৪ নাম্বারে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
গোপালগঞ্জ জেলা মৎস্য ও বীজ উৎপাদন কর্মকর্তা বিশ্বজিৎ বৈড়াগী বলেন, বিষয়টি আমি জানিনা। তবে সরকারি খামার থেকে গাছ তিনি কাটতে পারেন না এবং গাছ কাটার বিষয়টি আমি জানিনা। মাছের পোনা গোপনে বিক্রি করার কোন সুযোগ নেই।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৭ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ