গলাচিপায় দারিদ্র্য বিমোচনে পল্লীউন্নয়ন কর্মকর্তার ঋণ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় দারিদ্র্য বিমোচনে পল্লীউন্নয়ন কর্মকর্তার ঋণ বিতরণ
সোমবার ● ১০ এপ্রিল ২০২৩


গলাচিপায় দারিদ্র্য বিমোচনে পল্লীউন্নয়ন কর্মকর্তার ঋণ বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে নারী সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুরে নারী সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। এ সময় তিনি নারী সদস্যদের বলেন, ঘরে বসেও কাজ করে পরিবার ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা যায়। আপনারা সকলে ঋণের এই অর্থ দিয়ে ঘরে বসে কর্মমুখী কাজ করবেন। বাড়িতে শাক সবজির গাছ লাগাবেন। এ থেকে বাড়তি আয় দিয়ে সংসারের খরচ করে অভাবের হাত থেকে বাঁচতে পারবেন।
এ সময় ১০জন নারী সদস্যদের মাঝে তিনি ঋণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মুমজিবর রহমান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৫:৩৮ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ