কাউখালীতে বিদেশী পর্যটকের মৃৎ শিল্প পল্লী পরিদর্শণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বিদেশী পর্যটকের মৃৎ শিল্প পল্লী পরিদর্শণ
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩


কাউখালীতে বিদেশী পর্যটকের মৃৎ শিল্প পল্লী পরিদর্শণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্য সোনাকুর গ্রামের মৃৎ শিল্প পল্লী  ঘুরে গেলেন ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী “এম ভি গঙ্গা বিলাস”এ আসা নরওয়ে-কানাডার ২২ পর্যটক।
শনিবার (৮ এপ্রিল) সকালে তারা সোনাকুর মৃৎ শিল্প পল্লীতে আসেন এবং সেখানে কুমারদের সাথে কথা বলেন এবং তাদের তৈরি মাটির সামগ্রী দেখেন। পরে তারা কাউখালীর শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম, কাউখালীর কেন্দ্রীয় শ্মশানঘাট এবং কাউখালীর কাচাঁ বাজার পরিদর্শন করেন। শনিবার দুপরে বরিশাল, নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের উদ্দেশ্যে কাউখালী ছাড়েন পর্যটকরা।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী “এম ভি গঙ্গা বিলাস”-এ করে কাউখালীতে পৌঁছান নরওয়ে-কানাডার ২২ বিদেশী পর্যটক।
এমভি গঙ্গাবিলাসের বাংলাদেশের ‘জার্নিপ্লাস ট্যুর অপারেটর’ গাইড কায়েস খান বলেন, ৭ এপ্রিল শুক্রবার “করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকা পরিদর্শন  শেষে  সন্ধ্যায় কাউখালীতে পর্যটকরা। এরপর শনিবার কাউখালীর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তারা বরিশাল, ,নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের উদ্দেশে কাউখালী ছাড়েন। ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন তারা। যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি।”

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৮ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ