গলাচিপায় ভাইয়ে ভাইয়ে শত্রুতায় মায়ের মামলা!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ভাইয়ে ভাইয়ে শত্রুতায় মায়ের মামলা!
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩


গলাচিপায় ভাইয়ে ভাইয়ে শত্রুতায় মায়ের মামলা!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ভাইয়ের সাথে শত্রুতা থাকায় মাকে দিকে আদালতে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানী গ্রামে। মামলার বাদী মোসা. রহিমা বেগম (৫৫) স্বামী. নুরু চৌকিদার। মোসা. রহিমা বেগমতার ছোট ছেলে রিপন চৌকিদার (২৮) এর ঘরে থাকে এবং তার ছোট ছেলে তার ভরণ-পোষণ দিয়ে থাকেন। তার অন্য তিন ছেলে ও তিন মেয়েরা তাকে মাঝে মাঝে টাকা পয়সা ও খোঁজ খবর নিলেও তিনি ছোট ছেলে রিপনের সাথে থাকায় রিপনের সাথে অন্য কোন সন্তানের মনোমালিন্য হলে এতে রহিমা বেগমও অন্য সন্তানদের বিরুদ্ধে চলে যান। ছোট ছেলে রিপনের সাথে তারই বড়ভাই মিলন চৌকিদার একই ঘরে আলাদা আলাদা কক্ষে থাকেন। তাদের মাঝে সুসম্পর্ক থাকলেও মিলন চৌকিদারের কাছ থেকে তার ছোট ভাই রিপন চৌকিদার ১০ হাজার টাকা ধার নেয়ায় তা পরিশোধ না করায় মনোমালিন্য সৃষ্টি হয়। উক্ত বিষয় নিয়ে ওই এলাকার ইউপি সদস্য আলমগীর মুন্সী, মাসুম বিল্লাহ, মজিবর মাস্টার, জিকো, সঞ্জয় দাস, বাইজিদ সিকদার, লালমিয়া হাওলাদার ও জাহাঙ্গীর মুন্সী একাধিকবার পারিবারিক ভাবে বসে সালিশী করলেও রিপনকে মানাতে পারেনি। পরবর্তীতে মিলন চৌকিদার অসুস্থ হয়ে পড়লে গত ১ ফেব্রুয়ারি মিলন চৌকিদার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যায়। এই সুযোগে ছোট ভাই রিপন মাকে ফুসলিয়ে বাদী বানিয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিলন চৌকিদার ও তার স্ত্রী কলি বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর সি.আর ১৪৭/২৩। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর প্রতি সমন প্রদান করেন। এ বিষয়ে মামলার বাদী রহিমা বেগম বলেন, আমার ছেলে সবাই। মিলন আমার সাথে মাঝে মাঝে বউয়ের কথায় খারাপ ব্যবহার করে। তাই আমি মামলা দিয়েছি। এ বিষয়ে রিপন চৌকিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করায় মামালা করেছে, এখানে আমার কোন হাত নাই। এ বিষয়ে মিলন চৌকিদার বলেন, মামলার বাদী আমার মা। আমার সাথে ভাইয়ের ঝগড়া হতে পারে কিন্তু মায়ের সাথে আমার কোন ঝগড়া নাই। মা তো মা-ই। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর মুন্সী জানান, বিষয়টি নিয়ে অনেকবার বসা হয়েছে। কাউকে বোঝানো যায়না। শুনেছি আদালতে মামলা হয়েছে। এটা আমাদের হাতে আর নাই। এখন আইন যা করার করবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:১৬ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ