ছাতকে লায়েক হত্যা মামলায় ৩ আসামির আগাম জামিন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে লায়েক হত্যা মামলায় ৩ আসামির আগাম জামিন
শুক্রবার ● ৭ এপ্রিল ২০২৩


ছাতকে লায়েক হত্যা মামলায় ৩ আসামির আগাম জামিন

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে লায়েক মিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন তিন জন আসামি। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করেন মামলার এজাহার ভুক্ত আসামি ইশতিয়াক রহমান তানভীর, সাদমান মাহমুদ সানি ও আলা উদ্দিন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জানাযায়, গত ২৮ মার্চ রাতে ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন মন্ডলীভোগ (জংলিগড়) এলাকার বাসিন্দা মৃত আবদুল মান্নানের ছেলে লায়েক মিয়া। এ ঘটনায় ৩১ মার্চ রাতে ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং ২৫) দায়ের করেন মৃত লায়েক মিয়ার ভাই আজিজুল ইসলাম। এই মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি এ কে এম জাহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন আবেদন করেন মামলার এজাহার ভুক্ত আসামি শহরের হাসপাতাল রোড এলাকার মুজিবুর রহমানের ছেলে ইশতিয়াক রহমান তানভীর (তানভীর রহমান), বাগবাড়ি গ্রামের আব্দুল কাহার রঞ্জু মিয়ার ছেলে সাদমান মাহমুদ সানি ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের উস্তার আলীর ছেলে আলা উদ্দিন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন আবেদন মঞ্জুর করেন। হাইকোর্টে আসামি পক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী মো. আবু বাকর সিদ্দিক।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৮ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ