নেছারাবাদে চেতনা পরিষদের স্বল্পমূল্যের বাজার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চেতনা পরিষদের স্বল্পমূল্যের বাজার
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩


নেছারাবাদে চেতনা পরিষদের স্বল্পমূল্যের বাজার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“আমরা স্বেচ্ছায় ঠকতে চাই, মানবতা জিতবে তাই” এই শ্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায়, নি¤œবিত্ত মানুষের কল্যাণে কম মূল্যের বাজার’ এর ১ম শাখার চালু হয়। নেছারাবাদের সেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের আয়োজনে চেতনার বাতিঘর শাখা সোহাগদল গ্রামে এর ১ম শাখার চালু হয়েছে। ৫ এপ্রিল (বুধবার) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম মূল্যের বাজারের উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক। তিনি বলেন সারা দেশ ব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের  উর্ধ্বমূল্যের প্রেক্ষিতে অতীতের মত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, এটি নিসন্দেহে একটি ভালো কাজ। আমাদের সবাইকে ভালো কাজে এগিয়ে আসার আহবান জানান।
নেছারাবাদ উপজেলা শাখা চেতনা পরিষদের সভাপতি মাইনুল হক মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেতনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম জাহিদ সোহেল, তিনি আমরা সীমিত সাধ্যের মধ্যেও সংগঠনের নিজস্ব সামান্য অর্থ ও সদস্যদের অনুদান হতে এ পণ্যক্রয় করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এরপরো যারা নিতান্ত অসহায় আছেন তাদের আমরা আরো কম মূল্যে এমনকি বিনামূল্যে পণ্য সামগ্রী প্রদান করবো ইনশাআল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম ইসলাম জাহিদ, সহকারী শিক্ষক জনাব তাপস বিশ্বাস প্রমূখ।
ক্রেতারা বিশেষ করে অসহায় নারীরা কম দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনতে এই রোজার মধ্যে অনেক দূরে বাজারে গিয়ে ভীড়ের মধ্যে পণ্য কিনতে হবেনা বলে স্বস্তি প্রকাশ করেন।
কম মূল্যের ও অলাভের এই বাজারে চাল, ডাল, তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, সাবধানসহ ১০ রকমের পণ্য রমজান মাসব্যাপী বিক্রি হবে বলে জানান সংগঠকগণ এবং অচিরেই উপজেলা বিভিন্ন ইউনিয়নে আরো কয়েকটি শাখা চালু হবে বলে জানান। অনেক ক্রেতা তাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকায় অলাভে বা ন্যায্য মূল্যেও এ বাজার হতে পণ্য ক্রয় করেন।
উল্লেখ্য, করোনাকালে সংগঠনটি পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলাসহ নেছারাবাদ উপজেলায় ৫ টি শাখা চালায়।
কমমূল্যের বাজারে চাল প্রতি পাচ কেজি ২০০/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ২৫০-২৬০ টাকা। মুশরি ডাল প্রতি কেজি ৯০/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ১১০-১২০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ৮৫-৯০ টাকা,  মুড়ি প্রতি কেজি ৮৫/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ১১০-১২০ টাকা, তেল: প্রতি লিটার ১৭৫/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ১৮৫-১৯০ টাকা, পিয়াজ প্রতি কেজি ২৫/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ৩৫-৪০ টাকা, আলু প্রতি কেজি ১৮/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ২৫-৩০ টাকা, চিনি প্রতি কেজি ৯০/- যার খুচরা মূল্য বাজারে বা স্থানীয় দোকানে ১১০-১২০, টাকা, লবন প্রতি প্যাকেট ৩০ টাকা যার খুচরা মূল্য ৪০-৪৫ টাকা। সবান প্রতিটি ৩৮ টাকা যার বাজার মূল্য ৪৫-৪৮ টাকা।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:১৭ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ