আমতলীতে জমির বিরোধে দু‘পক্ষের সংঘর্ষে আহত-৭

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জমির বিরোধে দু‘পক্ষের সংঘর্ষে আহত-৭
সোমবার ● ৩ এপ্রিল ২০২৩


আমতলীতে জমির বিরোধে দু‘পক্ষের সংঘর্ষে আহত-৭

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের  সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গোজখালী বাজারে রবিবার রাতে।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার গোজখালী বাজারে আল আমিন সিকদারের জমিতে মিজান দফাদার, হাসান ঘরামী ও সুমন মৃধাসহ ৬-৭ জন সন্ত্রাসী জোরপুর্বক ঘর তুলতেছিল। এতে আল আমিন সিকদার ও তার লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুপক্ষের আল আমিন সিকদার, মামুন সিকদার, আমিনুল হাওলাদার, হাসান ঘরামী, মোশাররফ সিকদার, সুমন মৃধা ও কাওসার আহত হয়। গুরুতর আহত আল আমিন সিকদার, হাসান ঘরামী, মোশাররফ সিকদার, সুমন মৃধা ও কাওসারকে পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আল আমিন  সিকদার বলেন, আমার রেকর্ডীয় জমিতে মিজান দফাদার, হাসান ঘরামী ও সুমন মৃধাসহ ৬-৭ সন্ত্রাসী জোরপুর্বক ঘর তুলতেছিল। আমি এতে বাঁধা দেওয়ায় আমাকে ও আমার পক্ষের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।
হাসান ঘরামী বলেন, সরকারী জমি আল আমিন সিকদার ভোগদখল করতেছে। এতে বাঁধা দেয়ায় আমাকে ও আমার পক্ষের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:১২ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ