গোপালগঞ্জে হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য বন্ধে মানববন্ধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য বন্ধে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩


গোপালগঞ্জে হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য বন্ধে মানববন্ধন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের চিকিৎসকদের সার্টিফিকেট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কয়েকশত ভুক্তভোগি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারণ জনগণ। মানববন্ধন চলাকালে হাসপাতালটির নানা অনিয়মের প্রতিবাদে বক্তারা বলেন, সহকারী পরিচালক অসিত কুমার মল্লিকও আরএমও ফারুক আহমেদসহ স্থানীয় একটি সিন্ডিকেটের তৈরী করে তাদের মাধ্যমে সার্টিফিকেট বাণিজ্য করে আসছেন। ছোট-খাটো আঘাতপ্রাপ্তদেরকে টাকার বিনিময়ে দেয়া হচ্ছে ৩২৬ ধারার সার্টিফিকেট আবার গুরুতর আহতদের দেয়া হচ্ছে সাধারণ সার্টিফিকেট।
বক্তরা আরো বলেন, কর্তৃপক্ষের অনিয়ম আর গাফিলতির কারণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও চরমভাবে ব্যহত হচ্ছে। গুরুত্বর কোন রুগী হাসপাতালে ভর্তি হলে তাকে ঢাকা অথবা খুলা রেফার্ড করে দেয় হাসপাতাল কতৃপক্ষ। ভূক্তভুগীরা হাপাতালের চিকিৎসা ব্যবস্থায় সকল অনিয়ম দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:১৪ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ