চরফ্যাশনে কোটি টাকার সম্পত্তি দখলে দু‘পক্ষ মরিয়া!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে কোটি টাকার সম্পত্তি দখলে দু‘পক্ষ মরিয়া!
বুধবার ● ২৯ মার্চ ২০২৩


চরফ্যাশনে কোটি টাকার সম্পত্তি দখলে দু‘পক্ষ মরিয়া!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রবাসি ছোট ভাই মনির বড় ভাই মিজানের কোটি টাকার সম্পত্তি দখলে মরিয়া। একের পর এক মিথ্যা অভিযোগ তুলে অহেতুক হয়রানি করছে। বুধবার মিজান বেপারী লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১৩  সালে তারা ৩ ভাই মিলে জিন্নাগড় মৌজার ভদ্রপাড়ায় আদালত সংলগ্ন ০৮ শতাংশ জমি ক্রয় করি। জমি ক্রয়ের সময় মিজান, আলী আকবরসহ তিন ভাই উপস্থিত থেকে সাব-রেজিষ্ট্রারী অফিসে স্বাক্ষর ও টিপসইয়ের মাধ্যমে দলিল সম্পাদন করা হয়। ২০১৭ ইং সালে তিন ভাইয়ে সিদ্ধান্ত মোতাবেক উক্ত জায়গায়  ০৫ (পাঁচ) তলা ভবন নির্মানের কাজ শুরু করেন। ২০১৯ ইং সালে চারতলা ভবন নির্মাণ কাজের চলমান অবস্থায় দক্ষিণ আফ্রিকা প্রবাসি দুই ভাই আকবর ও মনির হোসেনের মধ্যে বড় ধরনের টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তখন থেকেই  উক্ত ভবনের নির্মাণ কাজের তাদের অংশের টাকা বন্ধ করে দেয়।
মিজান বেপারী ৫তলা ছাদের কাজ সম্পাদন করে এবং ১-৩ তলা পর্যন্ত প্লাটগুলো ভাড়া দেওয়ার উপযোগী হয়। তাদের সমপরিমান টাকা দিয়েও তিনি অতিরিক্ত আরো  প্রায় ২০ লক্ষ টাকা নির্মান কাজে ব্যয় করেছেন বলে দাবি করেন। তাদের কাছে উক্ত টাকা চাইলে তখন থেকেই তারা দেশে এসে টাকা না দিয়ে উল্টো আমার (মিজান বেপারী) বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে একের পর এক মিথ্যা অপবাদ দিয়ে বিল্ডিং ছেড়ে দেয়ার হুমকি দেয়। এমনকি ছোট ভাই মনির ও আকবর স্থানীয় কিছু প্রভাবশালীদেরকে নিয়ে আমাকে ভবন থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে কাজ করে। একের পর এক মিথ্যা বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পৌর মেয়র এর কাছে বিচারাধীন অবস্থায় আছে। তারা তা উপেক্ষা করে বিভিন্ন লোক মারফতে আমাকে ঘর থেকে সরাতে হুমকি ধামকি দিচ্ছে। বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মান হানী করছে। আমাকে ভুমি অফিসে আটকিয়ে আমার জমি এবং ভবন এর অংশ জোড়পূর্বক দলিল নিতে চাপ সৃষ্টি করেছে। যে কোন মুহুর্তে আমাকে খুন করতে পারে বলে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি। আমি প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৬ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ