গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
রবিবার ● ২৬ মার্চ ২০২৩


গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার ভোরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
এছাড়াও গলাচিপা থানা, গলাচিপা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব, বিজিবি’র সাবেক মহা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের বড় ভাই ও পানপট্টি ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৮ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ