গলাচিপায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩


গলাচিপায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী গলাচিপায় আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে আছরের নামাজের পর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা খাবারের দোকান বন্ধ রাখার আহ্বান জানান। মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন। উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মিছিলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ইমাম মো. দলিল উদ্দিন বলেন, একদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্টসহ সকল প্রকার খাবারের দোকান বন্ধ রেখে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে সকলে অনুরোধ জানান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:২৭ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ