সেবা দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু: আইজিপি

প্রথম পাতা » চট্টগ্রাম » সেবা দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু: আইজিপি
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯


---

লক্ষ্মীপুর সাগরকন্যা প্রতিনিধি॥
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরীহ লোকজনকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। দেশের মানুষকে সেবা দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু, মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদক মুক্ত করা হবে। লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ। এর আগে বেলুন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে নবনির্মিত চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গণপূর্ত বিভাগের অর্থায়নে চারতলা বিশিষ্ট এ ভবনের নিমার্ণ ব্যয় হয় ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।
এদিকে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনসে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ নামক মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি জাবেদ পাটোয়ারী। এসময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম। আপনারা দেখেছেন, ২০১৩-১৪ সালে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। সেই সময় আমরা অনেক পুলিশ সদস্যকে হারিয়েছি। ঠিক সেই সময়ও আমরা অপতৎপরতা রুখে দিয়েছি, যোগ করেন আইজিপি। তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস কেউ দেখাবে না। আমরা আশা করি, এ ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে, তা গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, চট্টগ্রাম জোন পিআইবির পুলিশ সুপার ইকবাল হোসেন ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫২ ● ৫১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ