গলাচিপাকে গৃহহীনমুক্ত ঘোষণা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপাকে গৃহহীনমুক্ত ঘোষণা
বুধবার ● ২২ মার্চ ২০২৩


গলাচিপাকে গৃহহীনমুক্ত ঘোষণা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার(২২ মার্চ) সকাল ৯টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
গলাচিপা উপজেলায় ১৬১ জন ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:০১ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ