দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না- এমপি শাওন

প্রথম পাতা » ভোলা » দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না- এমপি শাওন
বুধবার ● ২২ মার্চ ২০২৩


দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না- এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে স্বপ্নের নীড় পেলো আরো ১৬৩ জন ভূমিহীন ও গৃহহীন  পরিবার। বুধবার (২২মার্চ)  সকালে গণভবন থেকে সারাদেশের সঙ্গে তজুমদ্দিনে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে তজুমদ্দিনের অসহায় ভূমিহীন ও গৃহহীন ১৬৩ জন উপকারভোগীর পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন দেশে একটিও ভূমিহীন পরিবার থাকবে না। স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং পাকা ঘর প্রদান কার্যক্রম চালু রেখেছেন। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ পাকা ঘর দেওয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা রোল মডেল।

তিনি আরো বলেন, আশ্রয়নে বসবাসকারীরা শেখ হাসিনার মেহমান, আমরা হলাম তার কর্মী।
আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছেন। এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম,আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো:রাসেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:৪৮ ● ১৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ