বামনায় ভূমিহীনমুক্ত ঘোষনার প্রেসব্রিফিং

প্রথম পাতা » বরগুনা » বামনায় ভূমিহীনমুক্ত ঘোষনার প্রেসব্রিফিং
মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩


বামনায় ভূমিহীনমুক্ত ঘোষনার প্রেসব্রিফিং

বামনা ( বরগুনা)  সাগরকন্যা প্রতিনিধি॥

আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা জেলার একমাত্র ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে বামনা উপজেলাকে ঘোষণা করবেন। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২০ মার্চ) দুপুরে  সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খান, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার জানান, বামনা উপজেলায় মোট ২৫৯ টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ বামনা উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। তাই ২১ মার্চ আনন্দ র‌্যালী করা হবে।
তিনি আরো জানান, বামনা উপজেলায় ইতিমধ্যে প্রথম পর্যায়ে ১৭টি, ২য় পর্যায়ে ৪০টি, ৩য় পর্যায়ে ২০২টি মোট ২৫৯ টি পরিবারকে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে।
‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে বরগুনার বামনা উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। ফলে বামনা উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩১ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ