গলাচিপায় বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট
মঙ্গলবার ● ২১ মার্চ ২০২৩


গলাচিপায় বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। এতে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে ৬-৫ গোলে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে গোলখালী ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়।
পরে স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ।
উল্লেখ্য, টুর্নামেন্টে পৌরসভা ও ১২টি ইউনিয়নসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৫ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ