শপথ নেওয়ার পরপরই সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শপথ নেওয়ার পরপরই সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

ঢাকা সাগরকন্যা অফিস॥
দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সুলতান মো. মনসুর আহমেদকে বহিষ্কার করেছে গণফোরাম। কামাল হোসেনের দল গণফোরামে সুলতান মনসুরের নাম সভাপতিম-লীর তালিকায় থাকলেও তিনি দাবি করে আসছেন, এই দলে তিনি যুক্ত নন। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এক সময়ের আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর বৃহস্পতিবার শপথ নেন। এরপর বিকালে মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, সুলতান মনসুর সাহেব আমাদের গণফোরামের সদস্য ছিলেন। আমরা মনে করি যে, গণফোরামের যে গণমুখী নীতি, আদর্শ যেটার সাথে উনি প্রতারণা করেছেন এবং গঠনতন্ত্রের পরিপন্থি কাজ করেছেন। আমাদের কর্মসূচি, নিয়ম-কানুন, আদেশ-নির্দেশ অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তিনি (সুলতান মনসুর) জাতীয় সংসদে সদস্য হিসেবে আজকে শপথ নিয়েছেন। এইজন্য দল, জনগণ ও ঐক্যফ্রন্ট সবাই মর্মাহত এবং ক্ষুব্ধ। আমরা সুলতান মো. মনসুরকে, যিনি মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন, তাকে সংগঠন থেকে বহিষ্কার করছি। সুলতান মনসুরের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক, তবে কী ব্যবস্থা তা স্পষ্ট করা হয়নি। গণফোরাম বহিষ্কার করলেও সুলতান মনসুরের সংসদ সদস্য হিসেবে টিকে থাকায় তার কোনো প্রভাব না পড়ারই কথা। কেননা সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে- কেউ দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে সদস্যপদ খারিজ হবে। সুলতান মনসুরকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহিত দেওয়া হয়েছে বলে জানান মন্টু। সুলতান মনসুরের শপথ নেওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, তাদের সঙ্গে ছলনা করেছেন এই রাজনীতিক। শপথ নিয়ে সুলতান মনসুর বলেন, শীর্ষ নেতাকে ‘জানিয়েই’ তিনি শপতথ নিতে সংসদে গেছেন। ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে দলে অপাঙক্তেয় হয়ে পড়ার পর তিনি কামাল হোসেনের সঙ্গে ভেড়েন। তবে সুলতান মনসুর ভোটে জেতার পর দাবি করেন, তিনি আওয়ামী লীগের আদর্শেই আছেন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৪২ ● ৪৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ