দুমকিতে গ্রীলকাটা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে গ্রীলকাটা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
সোমবার ● ২০ মার্চ ২০২৩


দুমকিতে গ্রীলকাটা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে গ্রীলকাটা ডাকাত চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে এলাকাবাসী। গতরবিবার (১৯ মার্চ) গভীর রাতে উপজেলার দুমকি সাতানী গ্রামে গ্রীলকেটে ডাকাতির চেষ্টাকালে সুমন হাওলাদার (৩৫) নামের এক গ্রীলকাটা ডাকাত চক্রের এক সদস্যকে ধরে গণপিুটুনি দিয়ে পুলিশে দেয়ার ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতরবিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী গ্রামের জনৈক রুহুল আমীন শরীফের বাড়িতে ৭/৮জনের সশস্ত্র ডাকাতদল গ্রীলকেটে ঘড়ে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। গ্রীল কাটার শব্দে গৃহকত্রী হোসনেয়ারা বেগম টের পেয়ে ডাকচিৎকার করলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করতে গেলে মেয়ে-জামাতার রুমে ধস্তাধস্তির একপর্যায়ে সুমন নামের একডাকাতকে আটকে ফেলে। ইত্যবসরে প্রতিবেশী লোকজন বাড়িটি ঘিড়ে ফেলার আগেই টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসি ধৃত ডাকাতকে গণপিটুনির পর দুমকি থানা পুলিশে সোপর্দ্দ করে।  অপর দিকে আহত গৃহকত্রী হোসনেয়ারা বেগমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুমকি থানার এসআই মামুন জানায়, ধৃত ডাকাত সুমন হাওলাদারের গ্রামের বাড়ি পাশর্^বর্তি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামে। তার পিতার নাম বেলায়েত হাওলাদার। পুলিশি প্রহরায় সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এসআই আরও জানায়, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
দুমকি থানার অফিসার ইনচার্য মো: আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, গণপিটুনিতে আহত ডাকাত চক্রের সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে দুমকি থানায় একটি নিয়মিত ডাকাতির মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৭ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ