কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১শ‘ ভূমিহীন পরিবার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১শ‘ ভূমিহীন পরিবার
সোমবার ● ২০ মার্চ ২০২৩


কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১শ‘ ভূমিহীন পরিবার

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জামসহ ঘর পেতে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলার আরও ১০০ গৃহহীন পরিবার। আগামী ২২ মার্চ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর ১০০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে জমিসহ ঘরগুলো হস্তান্তর এবং কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা ঘোষনা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মেহের নিগার সুলতানা। সোমবার(২০মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে মোট ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এ ঘর হস্তান্তর করা হবে। বাকী ১২৫টি ঘর নির্মাণের কাজ চলমান। ২ লাখ ৮৪ হাজার৫শত টাকা ব্যয়ে প্রতিটি হাফ বিল্ডিং টিনশেড বাড়িতে থাকছে  দুটি থাকার কক্ষ, বারান্দা, একটি রান্নাঘর ও একটি পাকা ল্যাট্রিন। এ নিয়ে উপজেলায় সব মিলিয়ে উপহারের ঘরের সংখ্যা ৬০৫টি।
এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউএনও মেহের নিগার সুলতানাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৮ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ