গলাচিপায় জমির বিরোধে মিথ্যা মামলায় হয়রানি

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জমির বিরোধে মিথ্যা মামলায় হয়রানি
রবিবার ● ১৯ মার্চ ২০২৩


গলাচিপায় জমির বিরোধে মিথ্যা মামলায় হয়রানি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপায় জমিজমা সংক্রান্তের জের ধরে মিথ্যা মামলায় হয়রানির শিকার আমখোলা ইউনিয়নের সুলতান স্বর্নামত (৬৬) নামের এক বৃদ্ধ।তার অভিযোগ তিনি মিথ্যা মামলার শিকার।
সংশ্লিষ্টের অভিযোগ সূত্রে জানাযায় ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে। ইব্রাহীম গাজী ও সোহরাব হোসেন এরা বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে প্রায়ই হয়রানি করে আসছে। এবং আবদুল হক হাওলাদারের মেয়ে মাহিনুরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সরেজমিনে গিয়ে এবিষয়টি নিয়ে স্থানীয় বাবুল সিকদারের সাথে কথা বললে তারা জানান সুলতান স্বর্নমত ৩০ বছর আগে এই জমি ক্রয় করে গাছপালা লাগিয়েছে। ছোট একটি কুঁড়ে ঘর তুলে থাকতো। তার কিছুদিন পরে সে পরিবার রেখে চট্টগ্রাম যায়। এই ইব্রাহিম গাজী, আবদুল হক হাওলাদার, ও মাহিনুর এরা এই সুলতান স্বর্নমতকে আসামি করে বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। সুলতান স্বর্নমত একজন নিরীহ মানুষ স্থানীয় চৌকিদার আরো বলেন এই জমিজমা নিয়ে বিভিন্ন সময় গ্রাম্য সালিশ বৈঠক বসলেও ইব্রাহিম গাজী, সোহরাব হোসেন এরা আসেনা এবং সালিশ বৈঠক মানে না। এরাই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এদেরকে সালিশ বৈঠকে এটাও বলা হয়েছে কাগজ পত্রে যা আছে তা বুজিয়ে দিয়ে তোমরা নিয়ে যাও কিন্তু তা তারা শুনেনা বরং গায়ের জোরে এরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। থানা পুলিশ স্থানে গিয়ে তদন্ত করে আসছে বলে জানান সুলতান স্বর্নমত তিনি আরো বলেন আমি নিরীহ মানুষ আমাকে এরা মিথ্যা গাছ কাটার মামলা দিয়েছে এবং মাহিনুরকে দিয়েও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই এটাই আমার দাবি।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৯:০৯ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ