উপজেলা নির্বাচন বানারীপাড়ায় চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম পাতা » বরিশাল » উপজেলা নির্বাচন বানারীপাড়ায় চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেট্রিক বিজয়ী উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাছলিমা হেএসন ফ্লোরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে উপজেলা চেয়ারম্যান পদে তাদের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এরশাদ মনোনীত প্রার্থী উপজেলা জাপা আহবায়ক মিজানুর রহমান চোকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাইশারী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান পলি প্রার্থীতা প্রত্যাহার করেন। বৃহস্পতিবার জেলা রিটানিং ফিসারের কাছে তারা দু’জনেই প্রার্থীতা প্রত্যাহার করেন। এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাপা আহবায়ক মিজানুর রহমান চোকদার জানান, তিনি শারিরীক অসুস্থতা ও পারিবারিক কারণে দলীয় মনোনয়ন পত্র পত্যাহার করে নেন। উপজেলা রিটানিং অফিসার ও ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, প্রার্থীরা জেলা রিটানিং অফিসারের কাছে তাদের মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দিয়েছেন। এছাড়াও একই দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্য থেকে তিনজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক একেএম জাহিদ হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারী।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৫ ● ৪৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ