প্রথম পাতা » বরিশাল »
শুক্রবার ● ১৭ মার্চ ২০২৩


বরিশালে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে পানি সম্পদ প্রতিমন্ত্রীর টিন সহায়তা প্রদান

বরিশাল সাগরকন্যা অফিস॥

বরিশাল নগরীতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘর নির্মানে ঢেউটিন ও অর্থসহায়তা প্রদান করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী’ জাহিদ ফারুক এমপি। সম্প্রতি বরিশাল নগরীর নতুনবাজার আদি শশ্মানের পিছনের এলাকায় অগ্নিকান্ডে পুড়ে নিঃস্ব হয় ৮ টি পরিবার। সেসময় খবর শুনে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এরপর আগুনে পুড়ে যাওয়া ৮ টি পরিবারের ঘড় তৈরীর প্রতিশ্রুতি দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২ টায় পুড়ে যাওয়া নিঃস্ব  ৮ পরিবারের ঘড় নির্মানের জন্য প্রতি পরিবার কে ৪ বান ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ নেতৃবৃন্দরা। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে মাহমুদুল হক খান মামুন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময় বরিশাল সিটি কর্পোরেশন এর প্রায় অধিকাংশ কাউন্সিলরবৃন্দ,  বরিশাল জেলা পরিষদের সদস্য, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপর বেলা ১২ টায় বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন এর বাসভবন প্রাঙ্গণে আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব ৮ পরিবারের মাঝে নতুন করে ঘড় নির্মানের জন্য ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নতুন ঘড় নির্মানের জন্য প্রতিটি পরিবারের মাঝে ৪ বান ঢেউটিন ও অর্থসহায়তা প্রদান করার সময় আবেগঘন হয়ে ক্ষতির পরিবারের সদস্যরা কান্না জড়িত কন্ঠে স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় তারা বলেন যখন তাদের ঘড় বাড়ি সায় সম্বল আগুনে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে পথে বসেছিলো কেউ তাদের সামান্য খোঁজ খবরও নেননি। শুধু মাত্র খান মামুন গিয়ে তাদের পাশে দাড়িয়ে নগদ অর্থ সহায়তা করে এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী তাদের জন্য ঘর তৈরী করতে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করেন। তারা আক্ষেপের সাথেই বলেন বরিশাল নগরীতে অনেক নেতা আছে যারা শুধু কথায় এবং ভোটের আগেই তাদের নানান স্বপ্ন দেখান করে অনেক প্রতিশ্রুতি। কিন্তু সত্য কথা হচ্ছে তাদের দুঃসময়ে কেবল খান মামুন আর প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখলেন কেবল পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। তারা এসময় বর্তমান সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী’র সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন সেসময় তিনি বলেন প্রয়োজনে তাদের আরো সাহায্য সহোযোগিতা করা হবে।


প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:৫৯ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ