কুয়াকাটায় হাইপেরিয়ান বিল্ডার্সের জমিতে নির্মাণ কাজ বন্ধে ১৪৪ ধারা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় হাইপেরিয়ান বিল্ডার্সের জমিতে নির্মাণ কাজ বন্ধে ১৪৪ ধারা
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটায় রিয়েল এস্টেট কোম্পানী হাইপেরিয়ান বিল্ডার্স লিমিটেডের প্রায় ২৮ কোটি টাকার জমিতে অন্যায়ভাবে অবকাঠামো নির্মাণ বন্ধে ১৪৪ ধারা জারিসহ মহিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত আঃ রশিদ হাওলাদারকে শোকজ করেছেন বিজ্ঞ আদালত। মামলা দায়েরের পর বৃহস্পতিবার কলাপাড়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভির রহমানের আদালত এ আদেশ প্রদান করেন। হাইপেরিয়ান বিল্ডার্স লিমিটেড কুয়াকাটার পক্ষে মো: নাসির উদ্দীন মোল্লা মামলাটি করেছেন।
জানা গেছে, কুয়াকাটার জেএল-৩৪ লতাচাপলি মৌজার এসএ ৮৯৫, ১৭২৯ নম্বর খতিয়ানে হাইপেরিয়ান বিল্ডার্স লিমিটেড ৩২৮৩, ৩২৮৪ দলিলসহ অন্যান্য দলিল মূলে ২.০৪ একর জমির মালিক দখলকার থেকে ভোগ দখলে আছেন। অভিযুক্ত আ: রশিদ ২ মার্চ ২০১৯ অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ উক্ত জমিতে বসতঘর  ও দোকানপাট নির্মানের লক্ষ্যে ইট, বালু, সিমেন্ট, কাঠ, টিন মজুদ করে অন্যায়ভাবে অবকাঠামো নির্মানের চেষ্টা করে। এসময় হাইপেরিয়ান বিল্ডার্সের কর্মচারীরা বাঁধা প্রদান করায় তাদের প্রকাশ্যে হুমকী প্রদর্শন করে। অভিযুক্ত আঃ রশিদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৪ ● ৬২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ