ইন্দুরকানীতে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩


ইন্দুরকানীতে ভুমিহীনদের মাঝে ঘর বিতরণ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভূমিহীন গৃহহীন মাঝে ৮৬টি ঘর বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দুরকানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে মঙ্গলবার (১৪মার্চ) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আবাসন এলাকায় ৮৬ টি ঘর বিতরণ করা হয়েছে।
পাড়েরহাট ইউপি চেয়ারম্য মো. কামরুজ্জামান শাওন এর সভাপতিত্বে   লটারীরর মাধ্যমে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, পিআইও মো. শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান খসরু, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ. এম. ফারুক হোসাইন, সংবাদিক কে.এম. শামিম রেজা, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেকট পেশকার তীর্থ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মো. আবুল কালাম  প্রমুখ। পরে লটারী মাধ্যমে  বিজয়ীদের মাঝে ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে ঘর বিতরন করা হয় সে জন্য এ লটারীর মাধ্যমে তা প্রদান করা হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:৩৬ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ