নেছারাবাদে দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
শুক্রবার ● ১০ মার্চ ২০২৩


নেছারাবাদে দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপশ পালের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা সহকারি প্রোগ্রামার মো. মিরাজ মাহমুদ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইফনিট লিডার নুর মোহাম্মদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা উপজেলা পরিষদ চত্বরে এক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করে।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১০:৪৩ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ