দুমকিতে আগুনে পুড়ে ফার্স্টফুডের দোকান ছাই

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে আগুনে পুড়ে ফার্স্টফুডের দোকান ছাই
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০২৩


দুমকিতে আগুনে পুড়ে ফার্স্টফুডের দোকান ছাই

দুমকি(পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জেএস ফুড কর্নার নামের একটি ফার্স্টফুডের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত: দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) রাত সোয়া ১২টার দিকে উপজেলার থানা ব্রীজ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনের তীব্র লেলিহান শিখা আশপাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পরার উপক্রম হতেই স্থানীয়দের চেষ্টায় তা রক্ষা পায়। খবর পেয়ে ১৭ কি.মিটার দুরত্বের পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে উপজেলার থানা ব্রীজ এলাকার কয়েকজন যুবক আগুনের ধোঁয়া দেখতে পেয়ে সামনে এগিয়ে আগুন দেখতে পায়। পথচারীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের টিম এসে একঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, থানা ব্রিজ এলাকার মো: খায়রুল ইসলামের মালিকানাধীন জেএস ফুড কর্নার নামের একটি ফার্স্টফুডের দোকান অগ্নিকান্ডে পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে পটুয়াখালী সদর ফায়ার সাভিসের ১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি অগ্নিকান্ডে তার ১০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে।
পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ ফিরোজ জানান, ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:২৩ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ