চরফ্যাশনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
বুধবার ● ৮ মার্চ ২০২৩


চরফ্যাশনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সাড়ে ১০টায় এক বিশাল র‌্যালী বের হয়ে চরফ্যাশন বাজার উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করেন। ফ্যাসন স্কয়ার ঘুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, জিন্নগড় ইউপির চেয়ারম্যান মো. হোসেন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী প্রমুুখ।
বক্তরা বলেন, নারী জাগ্রত করার জন্যে বেগম রোকেয়ার অবদান বেশ গুরুত্ব বহন করেছে। আজ সারা বিশে^ নারীরা দেশ পরিচালনা করে যাচ্ছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা দক্ষ ও সফলতার সাথে একাধিক মেয়াদে দেশ পরিচালনা করে যাচ্ছেন। দেশ আজ মধ্যবিত্ত আয়ের দেশ হিসাবে রূপান্তরের অপেক্ষায় রয়েছে। সরকার নারীদেরকে বিশেষ সন্মাননা দিয়ে যাচ্ছেন। প্রত্যেক সেক্টরে নারীরা আজ কাজ করে দেশে সুনাম অর্জন করেছেন। ইসলামেও নারীদেরকে গুরুত্বে দিয়েছেন তারা মায়ের জাত।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫১ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ