স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ও নৌকার সাথে থাকতে হবে-শ. ম. রেজাউল করিম

প্রথম পাতা » পিরোজপুর » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ও নৌকার সাথে থাকতে হবে-শ. ম. রেজাউল করিম
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩


I---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা ও নৌকার সাথে থাকতে হবে। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনলে এ দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, পায়রা সমুদ্র বন্দরের মত উন্নয়ন অব্যহত থাকবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম (এমপি)।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরও বলেন, একটা সময় এদেশের নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হতো। রাষ্ট্র বা সমাজের কোন কাজে তাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয়া হতনা। শেখ হাসিনা সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে নারীদেরকে বসিয়েছেন। সরকারি চাকরিতে ও সমাজে নানা ধরেনের কাজে নারীদের অংশগ্রহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের শিক্ষা ও খেলাধুলার উন্নয়নকল্পে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করে চলছেন। এ ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সামসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ দাস প্রমুখ। এ সময় ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াছিন আলী, ওসি জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:৪২ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ