নেছারাবাদে তিন হোটেলকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে তিন হোটেলকে জরিমানা
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৩


নেছারাবাদে তিন হোটেলকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি খাবার হোটেলকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহাবুব উল্লাহ মজুমদার।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কবির হোটেলকে ৫ হাজার, মোশারফ হোটেলকে ২ হাজার ও কাইউমের হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেণ। এ সময় পিরোজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গোলাম রাব্বি ও উপজেলা সেনেটারী ইন্সপ্টেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১০:১৮ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ