গলাচিপায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩


গলাচিপায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

“ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায়  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে ৭দফা দাবিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায় সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঐ দাবিগুলো তুলে ধরেন। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ণ, পার্বত্য চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ নিয়ে এই দাবি গুলোই তুলে ধরেন তারা। এসময় মশাল মিছিলে উপস্থিত থাকেন গলাচিপা উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সংকর লাল দাস। মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মুঃ শাহআলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, পৌর কমিটির আহ্বায়ক দীপংকর দেবনাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব কর্মকার, পূজা উৎযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, মহিলা বিষয়ক সম্পাদক বীথি রানী দাস, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, শ্যামল কর্মকার,শিমুল দেবনাথ, অশোক বালা, নীলকান্ত পাল,হরিপদ কর্মকার, ও ডাঃ অনিল মন্ডল। এছাড়াও উপস্থিত থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দ, সাধারণ জনগন ও সাংবাদিক বৃন্দসহ আরো অনেকে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৩ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ