নেছারাবাদে প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩


নেছারাবাদে প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, ৫টি ককটেলসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ডুমুরিয়ার তুহিন শেখের ছেলে ফরিদ ইসলাম (২৭), নারিকেল বাড়ী এলাকার ছিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩৯) বরিশালের মসিয়াদি এলাকার আলি আজম এর ছেলে লিটন ওরফে বেকা লিটন (৩৫), স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মকবুল বালির ছেলে মোঃ শাহিন বালি (৩৩), পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিম খলিফা (২৪), কে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সোহাগদল ইউপির বিট অফিসার এস আই আলমগীর, এসআই পনির খান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই ইয়াছিনসহ একদল পুলিশ পশ্চিম সোহাগদল এলাকার নাদিম খলিফার ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, ৫টি ককটেল, দা, শাবল, রেইঞ্জ, হ্যাক্স ব্লেডসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:৩২ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ