বামনায় এমপি সুলতানা নাদিরার গণসংযোগ

প্রথম পাতা » বরগুনা » বামনায় এমপি সুলতানা নাদিরার গণসংযোগ
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩


বামনায় এমপি সুলতানা নাদিরার গণসংযোগ

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে বরগুনা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতানা নাদিরা এমপি-৩১৫ বামনায় গনসংযোগ ও মতবিনিময় করেন।
বুধবার সকাল ১০টা থেকে বামনা-পাথরঘাটার নেতা-কর্মিদের নিয়ে দিনব্যাপি উপজেলার পিপুলিয়া বাজার থেকে শুরু করে রামনা, ডৌয়াতলা বাজার, চেচাঁন, কালিকাবাড়ী, তেলিবাড়ানী বাজার, বুকাবুনিয়া বাজার দধিভাংগা বাজার, বড়তালেশ^র, কালাইয়া, সোনাখালী, চানুর বাজার, খোলপটুয়া বাজার, বলইবুনিয়া, ঘোপখালী, গুদিঘাটা বাজার, উত্তর কাকচিড়া বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এ সময় তার সফর সংঙ্গী ছিলেন, কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলা উদ্দীন পল্টু, কাঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম, রায়হানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম, নাচনাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাঃ সম্পাদক ফরিদ মিয়া, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আঃ রহমান জুয়েল, পাথরঘাটা পৌর আওয়ামী লীগ সভাপতি নুরুল আমীন, পাথরঘাটা পৌরসভার কমিশনার মোঃ মিল্লাত, সাবেক পৌর কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম শাহা এবং বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ৩নং রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মোঃ আবুল কালাম হাওলাদার, উপজেলা আ’লীগ নেতা মোঃ আঃ সালাম হাওলদার, মোঃ দেলোয়ার হোসেন জোমাদ্দার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ সগিরুজ্জামান, সৈয়দ আকিল, মোঃ কবির হোসেন, মোঃ হাবিব আকনসহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
এ সময় সুলতানা নাদিরা এমপি ঘুরে ঘুরে স্থানীয় দলীয় নেতা-কর্মি ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তাঁদের খোঁজ খবর নেন এবং আগামীতেও তাঁদের সুখ-দু:খে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী, স্মার্ট বালাংদেশের স্বপ্ন বাস্তবায়ন ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল মতাপার্থকের উর্ধ্বে থেকে দলীয় নেতা-কর্মিদের কাজ করার আহবান জানান।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩০:৪৪ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ