আমতলীতে শহীদ মিনার ভাংচুরের অভিযোগ!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে শহীদ মিনার ভাংচুরের অভিযোগ!
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৩


আমতলীতে শহীদ মিনার ভাংচুরের অভিযোগ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার রাতের আধারে দুর্বৃত্ত্বরা ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে পারেনি। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্ত্বদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানাগেছে, আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনে সোমবার সন্ধ্যায় আমতলী উপজেলার চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণে কলাগাছ, বাঁশ ও ইট দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে। ওইদিন রাতে দুর্বৃত্ত্বরা ওই শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে। মঙ্গলবার প্রভাতে ওই শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করতে গেলে তারা ভাঙ্গা দেখতে পান। এতে ওই শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করতে পারেনি। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ রাতের আধারে দুর্বৃত্ত্বরা শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে। মিনার ভেঙ্গে ফেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্ত্বদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন তারা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, প্রভাতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে গিয়ে ভাঙ্গা দেখতে পাই। কারা যেন রাতের আধারে মিনার ভেঙ্গে ফেলেছে। এ অপকর্ম যারা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।
আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির আহবায়ক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আব্দুল আউয়াল বলেন, সন্ধ্যায় শহীদ মিনার নির্মাণ করে বাড়ীতে চলে যাই। রাতেই খবর পেয়েছি দুর্বৃত্ত্বরা শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা শহীদ মিনার পুনরায় নির্মাণ করে পুস্পস্তবক দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, যারা শহীদ মিনার ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে থানায় সাধারণ ডায়েরি করা হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, প্রধান শিক্ষক শহীদ মিনার ভাঙ্গার বিষয়টি আমাকে জানিয়েছে। এ ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এটা অত্যান্ত ভয়ঙ্কর ঘটনা। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:৪৯ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ