জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর সিরিয়াল নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর সিরিয়াল নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩


জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর সিরিয়াল নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, আমরা যে যাই করি মৃত্যুর পরে আমাদের একমাত্র সম্পদ নেক আমল। আর পৃথিবীর সকল সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটিতে। এ পৃথিবীর অঢেল সম্পদ রেখে সকল সম্পদের মালিকদের সাড়ে তিন হাত মাটিতেই থাকতে হচ্ছে। আমরা কেহ এমপি মন্ত্রী বা বড় কিছুই হই না কেনো কবরে আমাদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে নেক আমল। পৃথিবীতে জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোন সিরিয়াল নেই। তাই আমাদের সকলকে পরকালের সম্পদ তৈরীর জন্য প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে অন্যের সম্পদ দখল, অন্যায় ভাবে সম্পদ তৈরী, অন্য ধর্মের মানুষের প্রতি খারাপ মনোভাব পোষন ধর্মীয় পরিপন্থী কাজ। আমাদের নেক সন্তান আমাদের জন্য সম্পদ স্বরূপ।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান খান টুবুলের সভাপতিত্বে ও উপজেলা থানা জামে মসজিদের খতিব মুফতী ওবায়দুল্লাহ জোবাঈর সঞ্চালনায় অনুুষ্ঠিত ওই ওয়াজ মাহ্ফিলে আলোচনা পেশ করেন মাওলানা মুফতী আঃ রব ফরিদী, মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস বিপ্লবী, মাওলানা জুনায়েত আল ফরিদী, মাওলানা ফেরদাউছুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মুফতী আঃ হামিদ ফিরোজী। এ সময় সদর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৫ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ