বামনায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

প্রথম পাতা » বরগুনা » বামনায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩


বামনায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা প্রেসক্লাবে রবিবার দুপুরে উপজেলার সোনাখালী গ্রামের আঃ খালেকের পুত্র মোঃ কবির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে জানান, তার গ্রামের মোঃ মোসলেম হাওলাদারের পুত্র মোঃ কামাল হোসেন ও মোঃ সোমেদ হাওলাদারের পুত্র মোঃ সেন্টু হাওলাদার চলতি বছরের ১৭ জানুয়ারি বামনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে তারা মাদক ব্যবসায়ী বলেছে। তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আমার বিরুদ্ধে বাংলাদেশের কোথাও মাদক সেবী বা মাদক ব্যবসায়ী হিসেবে অভিযোগ নাই। আমার আয়ের উৎস হয়েছে আমি একজন নির্মাণ শ্রমিক ঠিকাদার। আমি সরকারের একজন করদাতা। আমার TIN b¤^i 65066172-5622 । প্রকৃত বিষয় হচ্ছে কামাল ও সেন্টুগংদের সাথে আমাদের দির্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। যার বিরোধের জের ধরে বামনা গোলচত্তরে বসে তারা আমাকে ২ জানুয়ারি মারধর করে। পরে আমি বামনা হাসপাতালে চিকিৎসা নিয়ে তাদের বিরুদ্ধে বরগুনা কোর্টে একটি  সি আর মামলা দায়ের করি। যার মামলা নং ১১/২০২৩(বামনা)। বর্তমানে মামলাটি তদন্তানাধীন আছে। উক্ত মামলা হতে রক্ষা পাওয়ার জন্য ওরা আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশ করে যা আমার আতœ সম্মানে আঘাত করে। আমাকে মারধরে বিষয়ে আমি আইনের কাছে সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান উক্ত মামলাটি তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৫:৩৯ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ