নরসিংদীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ঢাকা » নরসিংদীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
বুধবার ● ৬ মার্চ ২০১৯


---

নরসিংদী সাগরকন্যা প্রতিনিধি॥
সালিশ বৈঠক থেকে ডেকে এনে নরসিংদীর সোনাতলায় মহসিন (৩০) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনাতলা এলাকার রূপচান মিয়ার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার সোনাতলা হারিছ টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মহসিন ঘোড়াদিয়ার সোনাতলা এলাকার হান্নান মিয়ার ছেলে। মহসিন ও তার বাবা হান্নান একই এলাকার আলতাফ গাজী হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি মহসিন আদালত থেকে জামিন বেরিয়ে এসে অটোরিকশা চালানোর পাশাপাশি এলাকায় সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করতেন। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহসিন তার প্রতিবেশি চাচা আলতাফ গাজীকে একই স্থানে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আলতাফ গাজীর ছেলে শামীম বাদী হয়ে মহসিন ও তার বাবা হান্নানকে আসামি করে মামলা দায়ের করেন। কয়েকদিন আগে মহসিন জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদী ও নিহতের পরিবারকে পুনরায় হত্যার হুমকি দেন। এ নিয়ে বুধবার সকালে মহসিন তার সন্ত্রাসী বাহিনী জমি সংক্রান্ত বিরোধ মেটাতে সোনাতলা সাত্তার মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় সালিশ থেকে কয়েকজন ব্যক্তি মহসিনকে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কাছে নিয়ে আসে। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা মহসিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। নরসিংদী সদর সার্কেল শাহরিয়ার আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সন্দেহজনকভাবে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৯ ● ৪৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ