আমতলীতে বকেয়া নোটিশে বিপাকে ১৭২ ইজারাগ্রহিতা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বকেয়া নোটিশে বিপাকে ১৭২ ইজারাগ্রহিতা
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


আমতলীতে বকেয়া নোটিশে বিপাকে ১৭২ ইজারাগ্রহিতা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

১৫ বছর পর ইজারা মুল্য আদায়ে বরগুনা জেলা পরিষদ আমতলীর পৌর শহরের ১৭২ ব্যাক্তিকে নোটিশ দিয়েছেন। ইজারাদারদের অভিযোগ জেলা পরিষদ কর্তৃপক্ষ বাস্তব জমির অবস্থান না জেনে বেশী জমি দেখিয়ে বকেয়া টাকা পরিশোধের নোটিশ দিয়েছেন। ১৫ বছরে বিপুল অংকের টাকা ইজারা মুল্য বকেয়ার নোটিশ দেয়ায় বিপাকে পরেছেন ইজারাদাররা।
জানাগেছে, আমতলী পৌর শহরের ১৭২ ব্যাক্তিকে বরগুনা জেলা পরিষদ বর্গফুট অনুসারে ঘর নির্মাণের জন্য জমি ইজারা দেয়। বাংলা ১৪১৪ সালে ইজারা দেয়া ১৭২ ব্যাক্তি গত ১৫ বছরে ইজারা মুল্য পরিশোধ করেনি। এ বছর ওই ইজারাদারদের ৫০ টাকা বর্গফুট ধরে বকেয়া টাকা পরিশোধ করতে নোটিশ দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। নোটিশে উল্লেখ আছে বকেয়া ইজারা মুল্য পরিশোধ করতে না পারলে ইজারা বাতিল করে অন্যজনকে জমি ইজারা দেওয়া হবে এবং বকেয়া ইজারা মুল্য আদায়ের জন্য ১৯১৩ সালের আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। ১৫ বছরে বিপুল অংকের টাকা ইজারা মুল্য বকেয়া নোটিশ পাওয়ায় বিপাকে পরেছেন ইজারাদাররা। ইজারাদারদের অভিযোগ জেলা পরিষদ কর্তৃপক্ষ বাস্তব জমির অবস্থান না জেনে বেশী জমি দেখিয়ে বকেয়া টাকা পরিশোধের নোটিশ দিয়েছেন। তারা আরো অফিযোগ করেন আগে ইজারা মুল ছিল ২০ টাকা বর্গফুট। কিন্তু বর্তমানে ৫০ টাকা বর্গফুট ধরে বকেয়া টাকা নির্ধারণ করেছেন। জেলা পরিষদ কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে বাস্তবিক জমির অবস্থান জেনে এবং ইজারা মুল্য বর্গফুট ৫০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করে বকেয়া ইজারা মুল্য নির্ধারনের দাবী জানিয়েছেন তারা।
আমতলী পৌর শহরের মোঃ ছালাম মুন্সি বলেন, বাবা আলহাজ¦ নজির হোসেন মুন্সি ২০০৭ সালে মারা যান। তার মৃত্যুর ১৬ বছর পরে আমার বাবার নামে জেলা পরিষদ কর্তৃপক্ষ বকেয়া দুই লক্ষ টাকা পরিশোধের জন্য নোটিশ দিয়েছেন।  তিনি আরো বলেন, জমি বেশী দেখিয়ে নোটিশ দেয়া হয়েছে। বাস্তবে ওই পরিমান জমি নেই। জেলা পরিষদ কর্তৃপক্ষকে সরেজমিনে পরিদর্শন করে বকেয়া ইজারামুল্য নির্ধারনের দাবী জানান তিনি।
বরগুনা জেলা পরিষদ প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) জালাল উদ্দীন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গির কবির বলেন, অভিযোগ পেলে লিগ্যাল অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪০:১৯ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ