তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট‘র ত্রৈমাসিক সভা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট‘র ত্রৈমাসিক সভা
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩


তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট‘র ত্রৈমাসিক সভা

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এমসিএমএফ পি) কম্পোনেন্ট -৩ এর তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কো- ম্যানেজমেন্ট কমিটির  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ফিশারিজ কো ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর তালিকাভুক্ত ১২ শত জেলের ১০টি সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শিলা,  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, চাঁদপুর ইউপি  চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, চাচড়া চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, এসডিএফ বরিশাল আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, তজুমদ্দিন ক্লাস্টার অফিসার এম এ কাদের, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন প্রমূখ।

সভায় কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষার কর্মসূচিতে মৎস্যজীবী গ্রাম সমিতির প্রতিনিধির অন্তর্ভুক্ত করনের মাধ্যমে ১২৪৫ জন জেলেকে এসডিএফ সমিতি ভুক্ত করা হয়েছে। মৎস্যজীবীদের গ্রুপ তৈরির মাধ্যমে পরিবারে যুব সদস্য সংখ্যা নির্ণয়, সঞ্চয়ের পরিমাণ, ঋণ  বিতরণ, সংগঠন উন্নয়ন তহবিল সহ প্রশিক্ষনার্থীর সংখ্যা, হিসাব ব্যবস্থাপনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, কমিউনিটি ক্রয়, সাব প্রজেক্ট গাইডলাইন,সামাজিক জবাবদিহিতা মূলক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:০১ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ