সুস্বাস্থ্য ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার বিকল্প নেই-প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » সুস্বাস্থ্য ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার বিকল্প নেই-প্রাণিসম্পদ মন্ত্রী
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩


সুস্বাস্থ্য ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার বিকল্প নেই-প্রাণিসম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, সুস্বাস্থ্য ও সুস্থ মন গড়তে হলে ক্রীড়ার বিকল্প নেই।  প্রধানমন্ত্রী দেশকে বিশ্বে পরিচিতির লক্ষ্যে ক্রীড়াকে প্রধান্য দিয়েছেন। এ লক্ষ্যে তিনি ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য জেলা প্রশাসকদের সম্মেলনে নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে, পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. সৈয়দ শহিদ উল আহসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৪ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ