ফুলবাড়ীতে ২৯বিজিবি সদর দপ্তরে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে ২৯বিজিবি সদর দপ্তরে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩


ফুলবাড়ীতে ২৯বিজিবি সদর দপ্তরে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি‘র সদরদপ্তরের সীমান্তে গত ৮মাসে বিভিন্ন ধরনের আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ২৯ বিজিবি সদর দপ্তর মাঠে মাদক ধ্বংসের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর রংপুর এর কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (পিএসসি)। দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর (পিএসসি), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুর মোঃ মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের (ডিডি) মোঃ শাহ নেওয়াজ। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, স্থানীয় জন প্রতিনিধি, বিজিবি পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (পিএসসি)।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৬ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ