আমতলীতে বিএনপির সমাবেশে পুলিশি বাঁধা, আ‘লীগের শান্তি সমাবেশ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বিএনপির সমাবেশে পুলিশি বাঁধা, আ‘লীগের শান্তি সমাবেশ
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৩


আমতলীতে বিএনপির সমাবেশে পুলিশি বাঁধা, আ‘লীগের শান্তি সমাবেশ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলীতে বিএনপি শান্তিপুর্ণ সমাবেশ পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বাঁধার কারনে বিএনপির সমাবেশ পন্ড হয়ে গেছে। অপরদিকে আওয়ামীলীগ শান্তিপুর্ণ সমাবেশ করেছে বলে জানান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।
জানাগেছে, উপজেলা বিএনপি ও আওয়ামীলীগ উপজেলার সাতটি ইউনিয়নের শান্তিপুর্ণ সমাবেশ কর্মসুচী আহবান করে। শনিবার বিকেল চারটায় বিএনপি নেতাকর্মীরা গোজখালী, গাজীপুর বন্দর, তালুকদার বাজার, আড়পাঙ্গাশিয়া বাজার, খুরিয়ার খেয়াঘাট ও অফিস বাজার শান্তিপুর্ণ সমাবেশে জড়ো হয়। কিন্তু পুলিশের বাঁধার কারনে সমাবেশ করতে পারেনি তারা বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। এদিকে আওয়ামীলীগ একই সময়ে শান্তিপুর্ণভাবে সমাবেশ করেছে বলে জানান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান। অপর দিকে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নেতৃত্ব আওয়ামীলীগের একটি অংশ শনিবার বেলা ১১ টায় আমতলী পৌর শহরে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছে।
আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ফারুক মৃধা বলেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়নি। পুলিশের বাঁধার মুখে সমাবেশ বন্ধ করেছি।
আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব বলেন,  চাওড়া ইউনিয়নের সমাবেশ তালুকদার বাজার করতে নেতাকর্মী জড়ো হয়েছিল কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। পরে সমাবেশ বন্ধ করে দিয়েছি।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, কোন অপ্রতি ঘটনা ছাড়াই সফলভাবে শান্তিপুর্ণ সমাবেশ করেছি।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, বিএনপি’র কর্মসুচী বানচাল করতেই আওয়ামীলীগ পাল্টা কর্মসুচী দিয়েছে। আমরা শান্তিপুর্ণভাবেই কর্মসুচী পালন করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের সমাবেশ করতে দেয়নি।
আমতলী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির বলেন, সমাবেশ তো দূরের কথা  পুলিশ দাড়াতেই দেয়নি। নেতাকর্মীদের লাঠিচার্জ এবং সিনিয়র নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার  করেছে।
আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান বিএনপির সমাবেশে বাঁধা দেয়ার কথা অস্বীকার করে বলেন, অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃখলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৯ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ