কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৩


কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রায় দুই লক্ষাধিক পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। ১৮ কিলোমিটার দীর্ঘ বেলাভুমি এখন এসব পর্যটকের সমাগমে মুখরিত। আগত পর্যটকদের অনেকেই সমুদ্রের ঢেউর সাথে ছন্দ তুলে সাঁতার কাটছে, ছবি তুলছে, বালিয়ারিতে আকছে আল্পনা। দর্শনীস্থানসহ রাখাইনপল্লী, শুটকীপল্লী, রাখাইন মর্কেটেও রয়েছে ব্যস্ত সময় পার করছে পর্যটকরা। হোটেলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি নিয়ে সন্তুষ্ঠ বিক্রেতা।
পর্যটন সংশ্লিস্ট ব্যবসায়ীরা জানান, গত ৩ বছরের এত পর্যটকের সমাগম ঘটেনি কুয়াকাটায়। ৪৫০ হোটেলের বিপরীতে পর্যটকদের সংখ্যা বেশি হ্রয়ার ফলে আবাসিক হোটেল-মোটেলে কক্ষ না পেয়ে দুর-দুরান্ত থেকে আগত পর্যটকরা পড়েছেন বিড়াম্বনায়।

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
কুয়াকাটা হোটেল মোটেল অর্নাস এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেলারেল মো: মোতালেব শরিফ বলেন,  পদ্মা সেতু কুয়াকাটার পর্যটন শিল্পে প্রানসঞ্চান করেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর কম সময় লাগায় কুয়াকাটায় ব্যাপক পর্যটক আসছে। আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে নজর রাখছে কুয়াকাটা হোটেল মোটেল অর্নাস এ্যাসোসিয়েশন। আগামী দিনগুলোতে কুয়াকাটায় দেশী-বিদেশী পর্যটকের আগমন বাড়বে। পর্যটকদের সুন্দরবন, জাহাজমারা, সোনার চরে ভ্রমনের জন্য সী-ক্রুজ চালুর প্রচেস্টা চলছে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, দর্শনীয় স্থানসহ সংযোগ সড়কের উন্নয়ন করা গেলে দ্রুত বিকাশমান কুয়াকাটার পযটন খাত থেকে প্রতিবছর আয় হবে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন’র পুলিশ সুপার ডা. আশরাফুর রহমান, পর্যকদের নিরাপদ ভ্রমনে প্রন্তত রয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৫৩ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ