গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী কেরানীগঞ্জে উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী কেরানীগঞ্জে উদ্ধার
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৩


গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী কেরানীগঞ্জে উদ্ধার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে নবম শ্রেণীর অপহৃত স্কুলছাত্রী (১৫) কে উদ্ধার করা হয়েছে। অপহরণের ২মাস ২৩দিন পর বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাকতা ইউনিয়নের শাকতা এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিমকে  গতকাল শুক্রবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. শাহ্জাহান জানান, উপজেলার  বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের রিপন আকনের বখাটে ছেলে অন্তর আকন (২২) স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে (১৫) প্রেম নিবেদনসহ  প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলো।   বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ওই ছাত্রী (১৫) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে  গত  ১৭ নভেম্বর সকাল ৮টার দিকে  নিজ বাড়ি থেকে স্কুলে রওনা দেয়। পথিমধ্যে স্কুলের কাছে পৌছলে  অন্তর  আকনের নেতৃত্বে ৪/৫  সহযোগীর    ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় তাকে (ছাত্রী) জিম্মি করে জোরপূর্বক মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়।  এ ব্যাপারে  ঘটনার ৪দিন পর অপহৃতার বাবা বাদি হয়ে গৌরনদী থানায় অন্তর আকনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দ দায়ের করেন। গোপণ সূত্রে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে কেরানীগঞ্জ  মডেল থানার পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাকতা এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার  করেন। গতকাল শুক্রবার দুপুওে ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ্জাহান জানান।

এআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৬ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ