নেছারাবাদে এইচএসসিতে জিপিএ- ৫পেয়েছে ২০৩ শিক্ষার্থী

প্রথম পাতা » বরগুনা » নেছারাবাদে এইচএসসিতে জিপিএ- ৫পেয়েছে ২০৩ শিক্ষার্থী
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৩


নেছারাবাদে এইচএসসিতে জিপিএ- ৫পেয়েছে ২০৩ শিক্ষার্থী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সনের এইচএসসি পরীক্ষায় স্বরূপকাঠি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্বরূপকাঠি কলেজ থেকে ৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে। পাসের শতকরা হার ৯৫.৩৯ ভাগ।
ফজিলা রহমান মহিলা কলেজ ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ৬১ জন করে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ফলাফলে দ্বিতীয় স্থান লাভ করেছে। পাসের শতকরা হার যথাক্রমে ৯৫.০৬ ও ৯২.৪৫ ভাগ। এছাড়াও রাজবাড়ি ডিগ্রি কলেজ থেকে ৩ জন জিপিএ -৫, পাসের হার ৯৮.৪৮,  পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কলেজ থেকে ৩ জন, পাসের হার ৮৫.০০, কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজ থেকে ২ জন,পাসের হার ৮৬.৮৮ এবং আব্দুর রহমান কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৮১.১৬ ভাগ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪৪ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ