দুমকিতে দেড় লাখ অবৈধ চিংড়ি রেনু নদীতে অবমুক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে দেড় লাখ অবৈধ চিংড়ি রেনু নদীতে অবমুক্ত
বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩


দুমকিতে দেড় লাখ অবৈধ চিংড়ি রেনু নদীতে অবমুক্ত

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জব্দকৃত দেড় লাখ চিংড়ি রেনু পাতাবুনিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি রেনুসহ একটি মিনি ট্রাক (বরিশাল মেট্রো-ন ১১-০২৩৮) আটক করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে কালাইয়া থেকে আসা চিংড়ি রেনুসহ ভর্তি মিনি ট্রাক আটকটি করা হয়। তবে প্রশাসনের আগমন টের পেয়ে কৌশলে ট্রাক চালক পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান উপস্থিত থেকে জব্দকৃত রেনু পোনা পাতাবুনিয়া নদীতে অবমুক্ত করেন এবং ট্রাকটিকে জব্দ দেখানো হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:২৪:৪১ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ